ভারতে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ প্রক্রিয়া শুরু করেছে রাশিয়া। রোববার রুশ বার্তাসংস্থাগুলোর খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিল্লি সফরের কথা রয়েছে। এ সফরের সময়ই এস-৪০০ মিসাইলের প্রথম চালান হাতে পাবে ভারত।
এ ব্যাপারে দুবাইয়ে অনুষ্ঠিত অ্যারোস্পেস ট্রেড শোতে রাশিয়ার সামরিক সহযোগিতা বিভাগের প্রধান দিমিত্রি শুগায়েব বলেন, ভারতে এস-৪০০ মিসাইলের প্রথম চালান পাঠানোর কাজ শুরু হয়েছে। প্রথম চালানটি এ বছরের শেষ নাগাদ ভারতে পৌঁছাবে।
এর আগে ২০১৮ সালে আকাশ প্রতিরক্ষায় সর্বাধুনিক সক্ষমতা অর্জনের লক্ষ্যে রুশ এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল কেনার চুক্তি করে ভারত। দিল্লির দাবি, বেইজিংয়ের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় এসব মিসাইল কেনা প্রয়োজন। রাশিয়ার সঙ্গে অস্ত্র ক্রয়ের এ চুক্তি ৫৫০ কোটি মার্কিন ডলারের। ভারত ইতিমধ্যে ৮০ কোটি ডলার পরিশোধ করেছে। এস-৪০০ ক্ষেপণাস্ত্রের ৫টি ইউনিট পাওয়ার কথা রয়েছে ভারতের।
রাশিয়ার আলমাজ সেন্ট্রাল ডিজাইন ব্যুরোর তৈরি এস-৪০ ক্ষেপণাস্ত্র অস্ত্র প্রযুক্তিতে সর্বাধুনিক। ইতোমধ্যে তুরস্ক এবং চীন রাশিয়ার কাছ থেকে এ মিসাইল কিনেছে। এ মিসাইলের সাহায্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় চরম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। এর সাহায্যে শত্রুপক্ষের বিমান বা ড্রোন মুহূর্তেই ধ্বংস করা সম্ভব হয়। এ মিসাইল সিস্টেম ৩০ কিলোমিটার উচ্চতায় ও ৪০০ কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।