আফগান সাংবাদিক হামিদ হত্যার দায় আইএসের

আফগান সাংবাদিক হামিদ সেঘানিকে হত্যার দায় নিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রোববার আইএস এ হত্যার দায় স্বীকার করে। গত শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলায় নিহত হন হামিদ।

হামলার বিষয়ে আইএসের আফগান শাখা টেলিগ্রাম চ্যানেলে একটি বিবৃতি দিয়েছে। এই বিবৃতিতে আইএস দাবি করে, শনিবার কাবুলের দাশত-ই-বারচি উপশহরে একটি মিনিবাসে বোমা হামলা হয়। হামলায় সাংবাদিক হামিদ নিহত হন। আইএসের দাবি, তাদের চালানো হামলায় ২০ জন শিয়া হতাহত হয়েছে। তাদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন।

দাশত-ই-বারচি এলাকাটি শিয়া হাজারা সম্প্রদায় অধ্যুষিত। আফগানিস্তানে শিয়া হাজারা সম্প্রদায়ের লোকজন কয়েক বছর ধরে আইএসের হামলা শিকার হয়ে আসছে।

হামিদ আফগানিস্তানের একজন খ্যাতনামা সাংবাদিক ছিলেন। তিনি আরিয়ানা নিউজ টেলিভিশন নেটওয়ার্কে কাজ করছিলেন। গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। তালেবানের ক্ষমতা দখলের পর দেশটিতে একাধিক রক্তক্ষয়ী হামলা চালায় আইএস। এই হামলার অধিকাংশই হয়েছে দেশটির নানগারহার প্রদেশে। প্রদেশটি আইএসের ঘাঁটি বলে পরিচিত।