ক্রিকেট দুনিয়ায় দম্পতি হিসেবে তাদের নাম আলাদাভাবেই উচ্চারিত হতো। বিশ্বের যেকোনো দেশের জন্যই স্বামী-স্ত্রী দুজনেরই নিজ দেশের হয়ে ক্রিকেট খেলার ঘটনা একেবারেই বিরল। তবে এখন থেকে মিচেল স্টার্ক এবং অ্যালিসা হিলি দম্পতির নাম আরও একটি কারণে বিশেষভাবে উচ্চারিত হবে। কারণ ক্রিকেট ইতিহাসে তারাই প্রথম দম্পতি যারা নিজ দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়লেন।
২০২১ সালে অস্ট্রেলিয়ার পুরুষ দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেন পেসার মিচেল স্টার্ক। অন্যদিকে, এর আগে ২০১৮ ও ২০২০ সালে অস্ট্রেলিয়ার নারী দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন উইকেটরক্ষক ও ডানহাতি ব্যাটার অ্যালিসা হিলি।
এর আগে জাতীয় দলের হয়ে ৫০ ওভারের বিশ্বকাপও জিতে নিয়েছেন স্বামী-স্ত্রী দুজনই। যদিও তারা তখন বিবাহিত ছিলেন না। ২০১৩ সালের নারী দলের হয়ে বিশ্বকাপ জেতেন অ্যালিসা। এর দুই বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়া ২০১৫ বিশ্বকাপ জিতলে স্টার্কও সেই জয়ের স্বাদ পান। সেবার টুর্নামেন্ট সেরার পুরস্কারও পেয়েছিলেন তিনি।
রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালটা অবশ্য ব্যক্তিগতভাবে ভালো যায়নি স্টার্কের। ৪ ওভার বল করে উইকেটশূন্য থেকে ৬০ রান দিয়ে এবারের আসরের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন এই অজি পেসার। তবে অস্ট্রেলিয়ার হয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় এবং নতুন ইতিহাস সৃষ্টি তাতে থেমে থাকেনি।