তিনটি ক্রীড়া স্থাপনার নতুন নামকরণ

গত জানুয়ারিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সিদ্ধান্ত নিয়েছিল দেশের টেনিসের প্রধান ভেন্যু রমনার টেনিস কমপ্লেক্সের নাম হবে শহীদ শেখ জামালের নামে। দশ মাস পর জাতীয় ক্রীড়া পরিষদ প্রজ্ঞাপনের মাধ্যমে সে সিদ্ধান্ত কার্যকর করেছে।

রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সের নতুন নাম করা হয়েছে ‘শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স।’ রোববার জাতীয় ক্রীড়া পরিষদের নতুন সচিব পরিমল সিংহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে আরো দুটি ক্রীড়া স্থাপনার নামকরণও করা হয়েছে দুইজন বিশিষ্ঠ ব্যক্তির নামে।

জাতীয় ক্রীড়া পরিষদ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা সদরে নির্মাণ করেছে স্টেডিয়াম। এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে সাবেক সংসদ সদস্য মরহুম ডা. কাজী আবু ইউছুপের নামে। ডা. কাজী আবু ইউছুপ ফরিদপুর-৪ আসনের একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

গাইবান্ধা জেলা সদরে জাতীয় ক্রীড়া পরিষদ যে ইনডোর স্টেডিয়াম নির্মাণ করেছে তার নামকরণ করা হয়েছে সুলতানা কামালের নামে।