ভ্যান ডার ডুসেনের দুর্দান্ত এক ইনিংসের কল্যাণে বড় সংগ্রহ পাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড লড়েছে ইংল্যান্ডের মতো করেই দুর্দান্তভাবে। জয় অবশ্য মিলেনি। ১৮৯ রানের জবাব দিতে নেমে ১০ রানে ম্যাচ হেরেছে ইংলিশরা। তবে হারলেও বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের। গ্রুপ-১ থেকে ইংল্যান্ডের সাথে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া।
আজ ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয়ে ইংল্যান্ড, দক্ষিণ আফিকা ও অস্ট্রেলিয়ার পয়েন্ট (৮) সমান হয়ে যায়। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে শেষ চারে উঠে গেল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভের পাঁচ ম্যাচের চারটিতেই জেতা দক্ষিণ আফ্রিকার জন্য বাদ পরাটা নিশ্চয় কষ্টেরই।
সেমির টিকিট পেতে হলে আজ বিশাল ব্যবধানে জিততে হতো প্রোটিয়াদের। ভ্যান ডার ডুসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে সেই সম্ভবনা জেগেছিলও। বড় সংগ্রহ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু পরে ইংল্যান্ডও ছেড়ে কথা বলল না বলে হতাশ হয়েই বিদায় নিতে হচ্ছে প্রোটিয়াদের।