আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের টাইগারদের স্কোয়াডে এখন ক্রিকেটার সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ১৩’তে। যার মধ্য থেকেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাঁজাতে হবে একাদশ। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সাকিব না থাকায় এই ম্যাচের একাদশ সাজাতে বেশ ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। চোটের কারণে আগে থেকেই নেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। অনুশীলনে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি নুরুল হাসান সোহানও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তিনি ফিরতে পারছেন না। সব মিলিয়েই বিশ্বকাপ অভিষেকের সামনে দাঁড়িয়ে শামীম।

ম্যাচ পূর্ববর্তী সংবাদসম্মেলনে ডমিঙ্গো জানিয়েছেন সাকিবের শূন্যতায় ভুগবে দল। আর প্রোটিয়াদের বিপক্ষে একাদশ কেমন হবে সেটাও তুলে ধরেছেন এই টাইগার কোচ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাইফউদ্দিনের জায়গা পেসার শরিফুল ইসলাম খেলেছিলেন। ধারণা করা হচ্ছে প্রোটিয়াদের বিপক্ষেও স্কোয়াডে থাকবে এই বাঁহাতি পেসার। আর বাংলাদেশ দল তিন পেসার নিয়েই মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ এদিন নিয়মিত তিন পেসার হিসেবে থাকতে পারেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। আর স্পেশালিষ্ট স্পিনার হিসেবে থাকছেন কেবল মাহেদি হাসান। আর পঞ্চম বোলার হিসেবে দায়িত্ব পড়তে পারে সৌম্য সরকারের ওপর। এছাড়া পার্ট-টাইমার হিসেবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন কিংবা শামীম হোসেনের ঘূর্ণিও দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাইম শেখ, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, মাহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।