বাংলাদেশে কটন ডে পালিত

ষষ্ঠ কটন ডে (তুলা দিবস) উপলক্ষে বাংলাদেশে সোমবার এক ভার্চুয়াল সেমিনারের আয়োজন করেছে কটন ইউএসএ। যুক্তরাষ্ট্রের মানসম্পন্ন তুলা সর্ববৃহৎ তুলাজাত গার্মেন্টস পণ্যের প্রস্তুতকারক ও রপ্তানিকারক হিসেবে বাংলাদেশের অর্জনকে উদযাপন করতে ২০১৬ সাল থেকে কটন কাউন্সিল ইন্টারন্যাশনাল (সিসিআই) কটন ডে পালন শুরু করে।

ভার্চুয়াল সেমিনারে অংশ নেয় বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন, কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ব্রুস এথ্যারলি, লুইস ড্রিফিস কোম্পানির গ্লোবাল মার্কেটিং প্রধান স্টিভ ডায়ার, বিজনেস কনসালটেন্ট এবং উইনস্টন ইকো-স্ট্র্যাটেজিসের প্রতিষ্ঠাতা অ্যান্ডরু উইনস্টন প্রমূখ বক্তব্য রাখেন।