‘আরিয়া’ সিরিজের মধ্য দিয়ে হলো বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের পুনর্যাত্রা। ফিরে এসে অভিষেক ওয়েব সিরিজ দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন। এবার প্রকাশিত হলো তাঁর দ্বিতীয় মৌসুমের টিজার। সেখানেও মারমুখী চরিত্রে দেখা গেল এই অভিনেত্রীকে।
টিজার দেখে বোঝা গেল, কোনো একটা হোলির অনুষ্ঠানে ধুলা উড়ছে। তার ভেতর থেকে হেঁটে আসছেন সুস্মিতা। গায়ে ও পোশাকে রং মাখা। চোখে তীব্র চাহনি। তার মানে দ্বিতীয় মৌসুমেও থাকবে টানটান উত্তেজনা। জনপ্রিয় ডাচ ক্রাইম-ড্রামা সিরিজ ‘পেনোজা’র রিমেক এই ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখেছেন সন্দীপ শ্রীবাস্তব ও অনু সিং চৌধুরী। পরিচালনায় রাম মাধবনি।
দীর্ঘ বিরতির পর গত বছর ‘আরিয়া’ সিরিজ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল এই সিরিজের প্রথম পর্ব। দ্বিতীয় সিজনের প্রথম ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সুস্মিতা। লিখেছেন, ‘ফার্স্ট লুক, “আরিয়া টু”। শেরনি ফিরে এসেছে! এবার আগের থেকেও বেশি ভয়ংকর।’ ভিডিওতে সাদা শাড়িতে দেখা গেছে সাবেক এই মিস ইউনিভার্সকে। কোনো কথা বলতে দেখা যায়নি।
ইতিমধ্যে ‘আরিয়া টু’র ফার্স্ট লুকে সুস্মিতার লুক দেখে প্রশংসা করছেন ভক্তরা। আন্তর্জাতিক এমিতে সেরা ড্রামা শাখায় মনোনীত হয়েছিল এই ছবি।