আবুল বাশার নূরু
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা বন্ধ না হলে সহিংসতা, সংঘাত ও হতাহতের ঘটনা থামানো যাবে না। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার আগে দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন ও চলমান নির্বাচনী ব্যবস্থার সংস্কার।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সংবাদ সারাবেলাকে তিনি আরও বলেন, নির্বাচনে সহিংসতা হলো রোগের উপসর্গ। আর রোগটা হলো সুবিধাবাদের রাজনীতি, ফায়দা নেওয়ার রাজনীতি। এখন রাজনীতি হয়ে গেছে, বড় রাজনৈতিক দলের পদ-পদবি পেলেই বিশাল অর্থের মালিক হওয়া যায়, ক্ষমতাসীন দলের মনোনয়ন পেলেই বিনা ভোটে নির্বাচিত হওয়া যায়। ত্যাগের রাজনীতি নয়, এখন চলছে ভোগের রাজনীতি। জনগণের স্বার্থে নয়, এখন চলছে ব্যক্তি স্বার্থের রাজনীতি, দলীয় স্বার্থের রাজনীতি। গোটা রাজনৈতিক ব্যবস্থাই এখন কুলষিত হয়ে গেছে। বদিউল আলম মজুমদার বলেন, এসব কিছুই একটি রোগ। কঠিন রোগে ভূগছে আমাদের রাজনীতি।
তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থার ধ্বংসের আরেকটি রোগ হলো দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন। ক্ষমতাসীন দলের মনোনয়ন পেলেই জয়ী হওয়া যায়। প্রশাসনের সমর্থন পাওয়া যায়। বিরোধী পক্ষকে নির্বাচনী মাঠ ছাড়া করা যায়। যা খুশি তাই করা যায়। এসব বন্ধ করতে হবে।
চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন, টাকার বিনিময়ে দলীয় পদ-পদবি পাওয়া বন্ধ করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন, দলীয় প্রতীক বন্ধ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন করতে হবে। নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ রাখতে হবে।
তিনি বলেন, ব্যক্তি স্বার্থে নয়, জনকল্যাণের জন্য রাজনীতির ধারা ফিরিয়ে আনতে হলে সবার আগে রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের উদ্যোগ দরকার। সৎ ব্যক্তিদের পরিবর্তে অর্থের বিনিময়ে পদ-পদবি, সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বিক্রি করা হলে রাজনীতিতে পরিবর্তন আসবে না।