সরকার হটাতে দল পুনর্গঠনে বিএনপির

রাশেদ আহমেদ মিতুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘সরকার হটানো’ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের মেয়াদ উত্তীর্ণ কমিটিসমূহ পুনর্গঠনের কাজ চলছে।
দলীয় সুত্রে জানা গেছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব ডিসেম্বরের মধ্যে দল পুনর্গঠনের নির্দেশনা দিয়েছেন। দলটি আগামী জানুয়ারি মাসে সরকার পতনের আন্দোলন করতে চায়। এর আগে দলকে ঐক্যবদ্ধ ও পুনর্গঠন করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে চায়।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন গতকাল শুক্রবার সন্ধ্যায় টেলিফোনে সংবাদ সারাবেলাকে বলেন, আমাদের সংগঠনের পুনর্গঠন প্রায় শেষের দিকে।

তিনি বলেন, ‘আমরা আগামী আন্দোলনের জন্য একটা কমন ইস্যু বা দাবিনামা তৈরির কাজ করছি। ওইটা করে, তারপর ওইটা ঘোষণা করে আমরা বিভিন্ন দলের সাথে আলোচনা করবো, করে আমরা আন্দোলনের সূচনা করবো।’
তিনি বলেন, আন্দোলনের সময়টা নির্ভর করবে আমাদের কৌশলের উপরে।

খন্দকার মোশাররফ বলেন, গত কয়েকটা নির্বাচনে এটা প্রমাণিত যে বর্তমান সরকার ক্ষমতায় থাকতে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না, জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না।

‘অতএব এ সরকারকে পদত্যাগ করতে হবে অথবা হটাতে হবে। বর্তমান সরকার থাকলেতো নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার হবে না। আমাদের দেশেতো তত্ত্বাবধায়ক সরকারের প্র্যাকটিস হয়েছে। সরকারকে হটে যেতে হয়েছে বা পদত্যাগ করতে হয়েছে অথবা বাধ্য হয়ে পদত্যাগ করেছে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়েছে।’
স্থায়ী কমিটির সদস্য বলেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে না এবং আমরা যাব না সেটা তো বলে দিয়েছি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স গতকাল শুক্রবার সংবাদ সারাবেলাকে টেলিফোনে জানান, আন্দোলনের প্রস্তুতি হিসেবে বিএনপি ও অঙ্গ সংগঠনের পুনর্গঠনের কাজ চলছে।

প্রিন্স বলেন, দলের ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের কমিটি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে।
তিনি বলেন, পুনর্গঠন প্রক্রিয়ায় দলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করা হচ্ছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মসূচি চলছে, এগুলো আন্দোলনের অংশ বলে মনে করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম গতকাল শুক্রবার সংবাদ সারাবেলাকে টেলিফোনে বলেন যত অল্প সময়ের মধ্যে কমিটি করা যায় এ ধরণের একটা নির্দেশনা আছে।

তিনি আশা করেন, আগামী এক মাসের মধ্যে মহানগরের দক্ষিণ ইউনিটের ৭৫টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি করতে পারবেন।
টেলিফোনে যোগাযোগ করা হলে বিএনপি খাগড়াছড়ি জেলার সভাপতি আব্দুল ওয়াদুদ ভুঁইয়া সংবাদ সারাবেলাকে ডিসেম্বরের মধ্যে জেলার সকল স্তরের কমিটি সম্পন্ন করার নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করে বলেন এই লক্ষে তাঁর ইউনিট কাজ করে যাচ্ছে।

তিনি বলেন যদিও দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে না তারপরও নির্বাচনের জন্য সাংগঠনিক কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তবুও ওয়াদুদ আশা প্রকাশ করেন যে বেঁধে দেওয়া সময়ের মধ্যে কমিটি পুনর্গঠনের কাজ সম্পন্ন করতে পারবেন।

সাম্প্রতিক সময়ে বিএনপির শীর্ষ নেতারা বিশেষ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন সমাবেশ, মানববন্ধন এবং আলোচনা সভায় বার বার ‘সরকার হটানোর’ আন্দোলনের কথা বলছেন।
শীর্ষ নেতারা বলছেন, বর্তমান সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেবে না। বিএনপির দাবি নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। নিয়ম অনুযায়ী ২০২৩ সালে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

গত সোমবার রাজধানীতে এক মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণবিস্ফোরণের মাধ্যমে বর্তমান ‘দানবীয় সরকারকে হটিয়ে’ একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। এই লক্ষে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার উপর জোর দেন তিনি।

ফখরুল বলেন ‘ আজকে আমদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে মাঠে নামাতে হবে।‘

ঢাকা মহানগর বিএনপি উত্তর-দক্ষিণ ইউনিট যৌথভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনটি আয়োজন করে।

মানববন্ধনটি থেকে বিএনপি জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১০ নভেম্বর ও ১২ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে দলের নেতাকর্মীদের ‘এক দফার’ আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

গত ২৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দ্রব্যমূল্যের উধর্বগতির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই আহ্বান জানান।