আজব ঘটনাই বটে। মুহম্মদ শাফি নামের এক বৃদ্ধের বয়স ১০৯। তার ভাবনা, যেকোনো সময়ই তার মৃত্যু হতে পারে। আর এ আশঙ্কায় কবর খুঁড়ে তার পাশে বসে দিন কাটাচ্ছেন ওই বৃদ্ধ। এ ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বড়বাঁকি জেলার। দেশটির স্থানীয় একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মৃত্যুর আশঙ্কায় পরিবার-পরিজনদের ডেকে কবরের পাশে দিনভর বসেছিলেন ওই বৃদ্ধ। নিজ হাতেই পরেছিলেন কাফনও।
এভাবে বসে থাকার কারণ হিসেবে মুহম্মদ শাফি জানান, ফেরেশতারা তাকে জানিয়েছেন, ১টা বেজে ১০ মিনিটে তিনি মারা যাবেন! সেই কারণে বসে আছেন কবরের পাশে।
এদিকে বৃদ্ধের এ আজব ঘটনার কথা শুনে সেখানে ভিড় জমান স্থানীয়রা। বিভিন্ন এলাকা থেকেও লোকজন আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারাও সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। তবে সময় পেরিয়ে গেলেও ওই বৃদ্ধের কিছু হয়নি। তখন বৃদ্ধকে অনেক বুঝিয়ে বাড়ি পাঠান পুলিশ।
মুহম্মদ শাফি নামের ওই বৃদ্ধ জানান, তিনি জানতে পেরেছিলেন যে, তিনি মারা যাবেন ১টা বেজে ১০ মিনিটে। সেই কারণে আগে থেকে প্রস্তুতি নিয়ে বসেছিলেন।
তিনি আরো জানান, বছর পাঁচেক আগেই তার মৃত্যুর কথা ছিল। কিন্তু সেবার তিনি মরেননি। তবে পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওই গণমাধ্যম আরো জানায়, বেশ কয়েক বছর ধরেই তিনি মানসিকভাবে অসুস্থ বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছে।