আফগানিস্তানে ফের জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ

আফগানিস্তানের একটি মসজিদে ফের জুমার নামাজের সময় বিস্ফোরণের ঘটেছে।এবারের ঘটনাস্থল দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের স্পিনঘার এলাকার একটি শিয়া মসজিদ। বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানা গেছে।

নানগারহার প্রদেশের প্রাদেশিক সরকারের মুখপাত্র মার্কিন বার্তাসংস্থা এপি নিউজকে বলেছেন, নামাজের আগেই মসজিদটিতে বোমা ফিট করেছিল দুষ্কৃতিকারীরা।

অটল শিনওয়ারি নামের এক স্থানীয় বাসিন্দা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে মসজিদের ভেতরে বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা।

বোমা বিস্ফোরণের হতাহতের তথ্য এএফপিকে নিশ্চিত করেছেন স্পিনঘার প্রদেশের স্থানীয় একটি হাসপাতালের ডাক্তার। তবে এর যথার্থতা এখনও নিশ্চিত করা যায়নি।

আন্তর্জাতিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা আইএস খোরাসান বা আইএস-কে ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে।

এর আগে, গত অক্টোবর মাসে আফগানিস্তানের দুটি শিয়া মসজিদে বোমা হামলা চালিয়েছিল আইএস-কে। সেসব হামলায় মোট মৃতের সংখ্যা ১২০ জনেরও বেশি।