তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনেছিলেন খালেদা জিয়া: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা ছিল, এই দেশের রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটে দেশনেত্রী খালেদা জিয়া সেটা মেনে নিয়েছিলেন। সেটা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, আমরা খুব পরিষ্কার করে বলেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। আমরা বলেছি জনগণ যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। এটিই আমাদের একমাত্র লক্ষ্য।

বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি আয়োজিত ‘আজকের প্রেক্ষাপটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে আবার ’৭৫-এর বাকশালের মতো গভীর ষড়যন্ত্র চলছে। গত একযুগে আমাদের সব গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রশাসনকে ধ্বংস করা হয়েছে। সবচেয়ে ভয়াবহ হলো, আমাদের বিচার ব্যবস্থাকে পুরোপুরি দলীয়করণ করা হয়েছে। এখন বিচার পাওয়াটা প্রায় অসম্ভব।

তিনি বলেন, এই যে একটা ফ্যাসিস্ট সরকার ঘাড়ের ওপর চেপে বসে সব অর্জন ধ্বংস করে দিচ্ছে, এর থেকে মুক্ত হতে হলে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। এ দেশের সব মানুষ ও রাজনৈতিক সংগঠনকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করতে হবে।