কোভিড: ১ জনের মৃত্যু, শনাক্ত ২৩৭

দেশে গত এক দিনে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে কেবল এক জনের; পঞ্চাশোর্ধ ওই ব্যক্তি ছিলেন ঢাকার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বাকি সাত বিভাগ থেকে আরও কোনো কোভিড রোগীর মৃত্যুর খবর আসেনি। সব মিলিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ২৭ হাজার ৯০৭।

এর আগে গত ৬ নভেম্বর দেশে ১ জনের মৃত্যু হয়েছিল। তার আগে এক দিনে একজনের মৃত্যুর খবর এসেছিল গত বছরের ৫ মে। গত এক দিনে দেশে আরও ২৩৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জনে।

সরকারি হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন আরও ২৩১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৩৫ হাজার ৮৯২ জন সুস্থ হয়ে উঠলেন।