পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন ,আমাদের সরকার প্রধানের আগ্রহ সর্বব্যাপী। এমন কোনো বিষয় নেই যেটা প্রধানমন্ত্রী অ্যাভয়েড করে যান। অতীতের যেকোনো সময়ের তুলনায় এই সরকার ভালো করছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেভ আওয়ার সি, বাংলাদেশ আয়োজিত ‘নীল অর্থনীতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় তিনি আয়োজকদের নীল অর্থনীতি নিয়ে গবেষণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এ ক্ষেত্রে সরকারের সবধরনের সহায়তা থাকবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।
গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জসীম উদ্দিন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সন্তুস কুমার দেব, ওশেনোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কেএম আজয়ে চৌধুরী প্রমুখ।