মিতু হত্যা: পিবিআইয়ের অধিকতর তদন্ত প্রক্রিয়া শুরু

 আদালতের নির্দেশে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের দায়ের করা মামলার অধিকতর তদন্তের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর আগে ওই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছিল তদন্ত সংস্থা পিবিআই। তবে আদালত চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখান করে অধিকতর তদন্তের আদেশ দিয়েছেন।

বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মহানগরের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা ওই মামলার নথিপত্র পাওয়ার জন্য আদালতে আবেদন করেছেন।

চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর মামলার বাদী বাবুল আক্তার সব নথিপত্র আদালতের হেফাজতে সংরক্ষণের আবেদন করেছিলেন। গত ২৩ আগস্ট এ আবেদনের ওপর শুনানি শেষে আদালত বাবুল আক্তারের পক্ষে আদেশ দেন।