ধর্মঘট প্রত্যাহার, খুলছে জাহাজভাঙা কারখানা

বন্ধ থাকা জাহাজভাঙা কারখানা খুলতে শুরু করেছে। প্রায় ৩২ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল থেকে খুলছে চট্টগ্রামের সীতাকুণ্ডের সব জাহাজভাঙা কারখানা। বুধবার কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নেতাদের সঙ্গে ভ্যাট কমিশনারেট কার্যালয়ের কর্মকর্তাদের জাহাজভাঙা কারখানার অচলাবস্থা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হাওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে আবারও জাহাজভাঙা কারখানা খুলে দেওয়া সিদ্ধান্ত হয়।

এর আগে ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগে মঙ্গলবার দুপুর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত উপজেলার চারটি জাহাজভাঙা কারখানায় অভিযান চালিয়ে সব নথিপত্র ও কম্পিউটার জব্দ করে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ কার্যালয়ে নিয়ে যায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট গঠিত তিনটি দল। যেসব কারখানার নথিপত্র জব্দ করা হয়েছে, সেগুলো হলো ভাটিয়ারি স্টিল শিপব্রেকিং ইয়ার্ড, প্রিমিয়ার ট্রেড করপোরেশন, মাহিনুর শিপ ব্রেকিং ইয়ার্ড এবং এসএন করপোরেশন। এতে ক্ষুব্ধ হয়ে মালিকেরা সব জাহাজভাঙা কারখানায় সব ধরনের কাজ বন্ধ করে দেন।