ইথিওপিয়ান কর্তৃপক্ষ জাতিসংঘের সঙ্গে কাজ করে এমন ৭০ জনেরও বেশি চালককে আটক করেছে। জাতিগত টাইগ্রিয়ানদের ব্যাপক ধরপাকড়ের খবরের মধ্যে বুধবার জাতিসংঘের একটি অভ্যন্তরীণ ই-মেইলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চালকরা কোন জাতির- তা স্পষ্ট নয়। মঙ্গলবার, জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় জাতিসংঘের অন্তত ১৬ কর্মী ও তাদের পরিবারের সদস্যদের আটক করা হয়। ই-মেইলে বলা হয়, আটক চালকরা ও আটককৃত কর্মীরা আলাদা আলাদা সংখ্যার।
ইথিওপিয়ান সরকারের মুখপাত্র লেগেসে টুলু এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিনা মুফতি চালকদের আটকের বিষয়ে মন্তব্য করার অনুরোধে সাড়া দেননি। ইথিওপিয়ায় জাতিসংঘের কন্টিনজেন্টের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, জাতিসংঘ শিগগিরই এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে।
চালকদের মতো জাতিসংঘের ঠিকাদারদের গ্রেপ্তারের বিষয়ে জিজ্ঞাসা করা হলে নিউইয়র্কে জাতিসংঘের একজন মুখপাত্র মঙ্গলবার বলেন, এ বিষয়ে তদন্ত হচ্ছে।
ইথিওপিয়ার মানবাধিকার কমিশনের প্রধান বলেন, তারা রাজধানীতে টাইগ্রিয়ানদের গ্রেপ্তারের শতাধিক রিপোর্ট পেয়েছেন।
পুলিশ উদ্দেশ্যপ্রণোদিত এই জাতিগত গ্রেপ্তারের কথা অস্বীকার করে বলে, তারা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী টাইগ্রিয়ান বাহিনীর সমর্থকদের টার্গেট করছে। গত বছর ফেডারেল সরকার এবং টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) মধ্যে যুদ্ধ শুরু হয়।
সূত্র : রয়টার্স