নিজস্ব প্রতিবেদক: ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দের সঙ্গে গতকাল রোববার দৈনিক সংবাদ সারাবেলা কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমণ্ডলীর সভাপতি কাজী মিজানুর রহমান, বিলডেক্স মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক কাজী আবু জাফর, দৈনিক সংবাদ সারাবেলার ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মজিদ, নির্বাহী সম্পাদক কাজী হাবিবুর রহমান, মার্কেটিং প্রধান ফয়সাল আহমেদ, সার্কুলেশন ব্যবস্থাপক মো. সিরাজ উল্যাহ, মার্কেটিং ম্যানেজার মাহমুদুল ইসলাম (বাদল), মিডিয়া গ্রুপের সমন্বয়ক খোরশেদ আলম ও সহকারী ম্যানেজার (সার্কুলেশন) চঞ্চল খান।
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি এবিএম বেলাল হোসেন খান, সার্কুলেশন ম্যানেজার মো. আবুল কালাম। এছাড়াও পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আলম পাটোয়ারী, মনির হোসেন ভূঁইয়া, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, মোহাম্মদ হানিফ, নুরুল ইসলাম ও নুরুজ্জামান।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দের সঙ্গে দৈনিক দৈনিক সংবাদ সারাবেলা কর্তৃপক্ষের পত্রিকাটির বাজারজাতকরণের উপায় নিয়ে পরামর্শমূলক আলোচনা হয়। এ বিষয়ে আগামীতে উভয়পক্ষ একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন।