জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সড়ক ও নৌপথের ভাড়া বাড়িয়ে সরকার জনস্বার্থবিরোধী অবস্থান নিয়েছে। তিনি বলেছেন, অযৌক্তিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। আমরা জ্বালানি তেলের দাম কমানোর দাবি করেছিলাম। কিন্তু সরকার তা না কমিয়ে উল্টো বাড়িয়েছে।
সোমবার এক বিবৃতিতে জাপা চেয়াম্যান আরও বলেন, আমরা ডিজেল, কেরোসিনের বর্ধিত দাম কমানোর পাশাপাশি সড়ক ও নৌপথের বর্ধিত ভাড়াও কমানোর দাবি জানাচ্ছি।
তিনি বলেন, তেলের দাম বাড়ার সঙ্গে পরিবহনসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে কয়েকগুণ। করোনাকালে কয়েক কোটি মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। এমতাবস্থায় তেলের দাম বাড়ানো একেবারেই অগ্রহণযোগ্য সিদ্ধান্ত। পার্শ্ববর্তী দেশ ভারতও এ মুহূর্তে ডিজেল-কেরোসিনের দাম কমানো হয়েছে।
জিএম কাদের বলেন, জীবনযাত্রার ব্যয় স্বাভাবিক করতে জ্বালানি তেলের দাম ও গণপরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার অত্যন্ত জরুরি।