দেশে এক দিনে আরও ২১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মারা গেছেন ৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৯০১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২০৯ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৪ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১৬৩ জনই ঢাকা বিভাগের যা মোট আক্রান্তের অর্ধেকের বেশি। গত ২৪ ঘন্টায় দেশের ৩০ জেলায় নতুন করে কেউ করোনাভাইরাস আক্রান্ত হননি।
যারা মারা গেছেন তাদের মধ্যে ৪ জন ঢাকা বিভাগের, ২ জন খুলনা বিভাগের। দেশের বাকি ৬ ছয় বিভাগে কারও মৃত্যু হয়নি।