নিজের মাকে নিয়ে গাইলেন আনন্দ খালেদ

অভিনেতা হিসেবে দারুণ জনপ্রিয় আনন্দ খালেদ এর আগে তিনি মৌলিক গান প্রকাশ করে সবাইকে চমকে দিয়েছিলেন। এবার তিনি হাজির হয়েছেন আরও একটি নতুন গান নিয়ে। গানের শিরোনাম ‘মাগো’। প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে মুক্তিপ্রাপ্ত গানটির কথা ও সুর আনন্দ খালেদের। সঙ্গীতায়োজন করেছেন আভ্রাল সাইর। আর মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সোহেল রাজ। আর গানটিতে আনন্দ খালেদের সঙ্গে অভিনয় করেছেন আনন্দ খালেদের মা খালেদা আখতার।

গানটি প্রসঙ্গে আনন্দ খালেদ বলেন, ‘যে ভালোবাসা প্রতিদান চায় না এমন ভালোবাসা কেবল মায়ের কাছ থেকেই পাওয়া যায়। এই বোধ থেকেই গানটা করা। আমি খুব ভাগ্যবান যে এই গানের ভিডিওতে মাকে পাশে পেয়েছি। আমার বিশ্বাস গানটি শেষ পর্যন্ত ব্যক্তিগত থাকবে না। সব মায়ের শর্তহীন ভালোবাসার গান হয়ে ওঠবে।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি শখের বশেই গান করেন আনন্দ খালেদ। আশে পাশের মানুষদের অণুপ্রেরণায় মাঝে মাঝেই গান প্রকাশ করতে চান তিনি।