এনসিবির মুম্বাই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। তিনি বলেন, আরিয়ানকে কিডন্যাপ করে সমীর ওয়াংখেড়ে টাকা আদায়ের ছক কষেছিল । মহারাষ্ট্রের এই মন্ত্রী শুরু থেকেই বলে চলেছেন, প্রমোদতরীতে এনসিবির অভিযান পুরোটাই ওয়াংখেড়ের ‘সাজানো নাটক’।
এবার দেশের কেন্দ্রীয় সংস্থার এই জাদরেল ওই অফিসারের বিরুদ্ধে ‘অপহরণের চেষ্টা’র অভিযোগ আনলেন নবাব তিনি। তার অভিযোগ ড্রাগ মামলার আছিলায় আরিয়ানকে কিডন্যাপ করতে চেয়েছিল সমীর ওয়াংখেড়ে, যাতে শাহরুখ খানের কাছ থেকে মোটা টাকা আদায় করা যায়।
এই এনসিপি নেতা তথা মন্ত্রীর হুমকি, শীঘ্রই সমীরের আলমালিতে রাখা কঙ্কাল বেরিয়ে পড়বে। উদ্ধব সরকার ইতিমধ্যেই ওয়াংখেড়ের বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগ নিয়ে তৈরি বিশেষ তদন্তকারী দলের কথা মনে করিয়ে দেন।
গত ২রা অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে শাহরুখ পুত্রকে আটক করে এনসিবির একটি দল। সেই তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে। টুইটারের দেওয়ালে উদ্ধব সরকারের সংখ্যা লঘু উন্নয়ন মন্ত্রী লেখেন, “আমি বিশেষ তদন্তকারী দলের দ্বারা সমীর দাউদ ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্ত দাবী করেছিলাম, আরিয়ান খানকে কিডন্যাপ এবং পরিবর্তে টাকা আদায়ের চেষ্টার জন্য। এবার দুটো বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছে (রাজ্য ও কেন্দ্রের)। দেখা যাক কে সমীর ওয়াংখেড়ের আলমারি থেকে কঙ্কাল বার করে আনে’।
হিন্দুস্তান টাইমসে মালিক জানান, ওয়াংখেড়ে আরিয়ানকে কিডন্যাপ করে, ড্রাগস মামলায় ওকে ফাঁসানোর চেষ্টা করেছে কিন্তু ওনার প্ল্যান ফেল হয়ে গিয়েছে’।