ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির ‘পাওয়ারস্টার’ খ্যাত অভিনেতা পুনীত রাজকুমার প্রয়াত হয়েছেন দশ দিন হলো। এখনো ভক্তরা তাকে হারানোর শোক ভুলতে পারেননি। তার ভক্তদের অনেকেই মনে করছেন চিকিৎসা ভুলের জন্য মারা গেছেন তিনি। তাই পুনীতের চিকিৎসক রামানা রাও পুনীতভক্তদের রোষানলে পড়ছেন।
ভারতীয় গণমাধ্যম জানায়, পুনীতের অনুরাগীদের একাংশের দাবি, চিকিৎসকের অবহেলাতেই মৃত্যু হয়েছে পুনীতের। আর তাতেই রোষনলের মুখে পড়েছেন ডাঃ রামানা রাও। প্রতিনিয়ত হুমকি, প্রতিবাদের মুখে পড়ছেন সেই চিকিৎসক। আর সেকারণেই শনিবার (৬ নভেম্বর) তার নিরাপত্তার দাবি তুলেছে দ্য প্রাইভেট হসপিটালস অ্যান্ড নার্সিং হোমস অ্যাসোসিয়েশন (পিএইচএএনএ)।
জানা গেছে, ইতিমধ্যেই ওই চিকিৎসকের বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সর্বক্ষণ চলছে পুলিশি টহলদারি।
মূলত কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বম্মাইয়ের কাছে রামণের নিরাপত্তার আর্জি জানিয়েছিলেন পিএইচএএনএ-র সভাপতি প্রসন্ন। তার কথায়, ‘যে ভাবে স্বাস্থ্য পরিষেবার উপর আঙুল তোলা হচ্ছে, তা অন্যায়। মানুষের বোঝা উচিত, মৃত্যু কারও হাতে নেই, কোনো চিকিৎসকেরও নেই।’
তিনি আরও বলেন, ‘পুনীত রাজকুমারের মৃত্যুর জন্য তার চিকিৎসা করা চিকিৎসকদের অভিযুক্ত করার যে প্রচেষ্টা জনসাধারণ চালাচ্ছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। বিশেষ করে রামানা রাও, যিনি পুনীত রাজকুমারকে বাঁচাতে তার সেরাটা দিয়েছিলেন। সর্বোপরি আমরা জানি, মেডিক্যাল প্রফেশনের সীমাবদ্ধতা রয়েছে। সবসময় জীবন বাঁচানো সম্ভব নয়। নইলে তো কেউ মারা যাবে না।’