আফগানিস্তানের প্রাদেশিক গভর্নরসহ পুলিশের প্রধান প্রধান পদগুলোতে নিজেদের সদস্যদের নিয়োগ দিয়েছে তালেবান। বাড়তে থাকা নিরাপত্তা ও অর্থনৈতিক সমস্যার মধ্যে রোববার ৪৪ জন সদস্যকে এসব পদে নিয়োগ দেয় দেশটির নতুন সরকার।
সেপ্টেম্বরে মন্ত্রীসভা গঠনের পর এই প্রথম দেশজুড়ে গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজেদের সদস্যদের নিয়োগ দিল তালেবান।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কোন পদে কাকে নিয়োগ দেওয়া হয়েছে তার একটি তালিকা প্রকাশ করেছে তারা, তাতে দেখা যায়, কাবুলের নতুন গভর্নর হয়েছেন কারি বারিয়াল আর শহরটির পুলিশ প্রধান করা হয়েছে ওয়ালি জান হামজাকে।
এর আগে কাবুলের নিরাপত্তার দায়িত্বে থাকা কমান্ডার মৌলভি হামদুল্লাহ মুখলিস চলতি মাসে কাবুলের কেন্দ্রস্থলে আফগানিস্তানের সবচেয়ে বড় সামরিক হাসপাতালে হওয়া হামলায় নিহত হন।
দুই দশকের লড়াই শেষে ১৫ অগাস্ট দেশের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তারা আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পুনর্বহালের প্রতিশ্রুতি দিলেও এখনও তা পূরণ করতে পারেনি। দেশজুড়ে একের পর এক প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে ইসলামিক স্টেট (আইএস), এদিকে দেশটির অর্থনীতিও সংকটের আবর্তে নিমজ্জিত হচ্ছে।
সংখ্যালঘু, নারী ও অন্যান্য রাজনৈতিক পক্ষগুলোর সমন্বয়ে আফগানিস্তানে একটি ব্যাপকভিত্তিক সরকার গঠনের আহ্বান জানিয়ে আসছে বিশ্ব সম্প্রদায়। কিন্তু এক্ষেত্রে এখনও পর্যন্ত তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।