তিন মামলায় ফটোসাংবাদিক কাজলের বিচার শুরু

রাজধানীর শেরেবাংলা নগর, কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক তিন মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ তিন মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে। সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন অব্যাহতির আবেদন খারিজ করে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এদিন তিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এজন্য জামিনে থাকা আসামি ফটোসাংবাদিক কাজল আদালতে উপস্থিত হন। এরপর নির্দোষ দাবি করে তিন মামলা থেকে অব্যাহতি চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন কাজল।

এ সময় রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন।