সফল বাইপাস সার্জারি শেষে এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন চলচ্চিত্র অভিনেতা নাঈম। ৭ নভেম্বর রাত দুইটা থেকে সকাল নয়টা পর্যন্ত তাঁর টানা অপারেশন চলে। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা পর তাঁর জ্ঞান ফিরেছে। স্বামীর সুস্থতার জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী শাবনাজ।
হাসপাতাল থেকে শাবনাজের ছোট বোন অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ জানালেন, ‘আলহামদুলিল্লাহ, ভাইয়ার (নাঈম) জ্ঞান ফিরেছে। ইশারায় আপার (শাবনাজ) সঙ্গে কথা বলেছেন। তিনি পর্যবেক্ষণে আছেন।’
মৌ বলেন, ‘আগে থেকেই দুলাভাইয়ের হার্টে সমস্যা ছিল। বেশ কদিন ধরেই তাঁর বুকে ব্যথা। আস্তে আস্তে ব্যথা বাড়ছিল। ভাইয়া ভেবেছিলেন, ব্যাকপেইন। ব্যথা বাড়তে থাকায় চিকিৎসক দেখাতে হাসপাতালে আসেন। শারীরিক পরীক্ষা–নিরীক্ষা করে চিকিৎসকেরা দ্রুত অপারেশনের পরামর্শ দেন। গত রাতে ভাইয়ার অপারেশন হয়েছে। আলহামদুলিল্লাহ, বাইপাস সার্জারিটা ভালো মতোই হয়ে গেছে। চিকিৎসকেরা তাঁদের সর্বোচ্চ চেষ্টা করেছেন।’
চিকিৎসকদের বরাত দিয়ে মৌ বলেন, ‘তাঁর অপারেশন করেন ড. জুলফিকার ও তাঁর টিম। ভাইয়া ডাক্তার শাহাবুদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে ছিলেন। প্রায় সাত ঘণ্টা ধরে তাঁর অপারেশন চলে। সময়মতোই তাঁর জ্ঞান ফিরেছে। বেশ কদিন হাসপাতালে থাকতে হবে।’
নাঈম-শাবনাজ জুটির অভিষেক ঘটে ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে। ১৯৯১ সালের ৪ অক্টোবর মুক্তি পায় ছবিটি। এর পর থেকে সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকে এ জুটি। অন্যদিকে নায়ক-নায়িকার ব্যক্তিগত বোঝাপড়ার জায়গাটাও পোক্ত হতে থাকে। ‘বিষের বাঁশি’ ছবির সময়ে এসে প্রেমে জড়ান দুজন। ১৯৯৪ সালে হঠাৎ বিয়ে করে ফেলেন তাঁরা। এ বছর তাঁদের সংসার ২৮ বছরে পা দিয়েছে।