বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির আইসিএওতে পরিচয়পত্র পেশ

ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. খলিলুর কানাডার মন্ট্রিলে অবস্থিত আইসিএও (আইকাও)-এর সদর দফতরে সংগঠনটির মহাসচিব জুয়ান কার্লোস সালাজার গোমেজের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

সেখানকার সময় অনুযায়ী শুক্রবার তিনি তার পরিচয়পত্র পেশ করেন। এর আগে, বাংলাদেশ সরকার কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমানকে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের স্থায়ী প্রতিনিধি নিযুক্ত করেছে।

পরিচয়পত্র পেশের পর আই সিএও-এর মহাসচিব জুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে হাইকমিশনার ড. খলিলুর রহমান বৈঠক করেন। বৈঠকে আইসিএও এবং বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহণ সেক্টরের মধ্যে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ড. খলিলুর রহমান বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহণ সেক্টরের কারিগরি উন্নয়ন ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার অনুরোধ জানান।

আইকাও-এর মহাসচিব জুয়ান কার্লোস সালাজার গোমেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি (বিএসএমআরএএইউ) তে কারিকুলামসহ অন্যান্য বিষয়ে উন্নয়নে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।