অবশেষে সিয়াম-পূজার ‘শান’ মুক্তির ঘোষণা

সময়ের আলোচিত জুটি সিয়াম আহমেদ-পূজা চেরি। দুজনকে আবারো পর্দায় দেখা যাবে ‘শান’ সিনেমায়। এম রাহিম পরিচালিত সিনেমাটির এবার এলো আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে চিত্রনায়ক সিয়াম আহমেদের ভাষ্য, ‘বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছিলাম—কবে সিনেমাটি মুক্তি পাবে। করোনার কারণে একাধিকবার মুক্তি পেছায়। এবার নতুন করে মুক্তির তারিখ জানানো হলো। সিনেমাটি নিয়ে দর্শকদের আমিও এক্সাইটেড।’

সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা। ২০১৯ সালের মে মাসে ঢাকার উত্তরায় সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হয়।

তরুণ নির্মাতা এম রাহিম পরিচালিত সিনেমাটিতে জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ এবং পূজা চেরি। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, অরুণা বিশ্বাস, চম্পা, হাসান ইমাম, মুরাদ পারভেজ, ডন প্রমুখ।