ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ এর (আইসিএসবি) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মো: আজিজুর রহমান । তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এর হেড অব পাবলিক অ্যাফেয়ার্স ও কোম্পানী সেক্রেটারী হিসেবে কর্মরত আছেন।
আজিজুর রহমান আইসিএসবি’র একজন কাউন্সিল মেম্বার হিসেবে গত আট বছর ধরে কর্পোরেট গভর্নেন্সের উৎকর্ষ আনতে কাজ করছেন। কর্পোরেট পেশাদারিত্বের পাশাপাশি তিনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি এসোসিয়েশন অব বাংলাদেশের ডিরেক্টার জেনারেল এবং এফবিসিসিআইয়ের ভাইস চেয়ারম্যান আইপিআর স্টান্ডিং কমিটির মাধ্যমে তিনি মেধাস্বত্ত্ব অধিকার সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এছাড়া তিনি বাংলাদেশে আইপিআর টেকসই মডেলের ধারণা উদ্ভাবনে সহায়ক ভূমিকা পালন করছেন।
প্রেরণা ফাউন্ডেশনের একজন পরিচালক হিসেবে তিনি বিভিন্ন প্রকল্পে সহায়ক ভূমিকা রাখছেন। এই ফাউন্ডেশন ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সম্ভাবনাময় উদ্যোক্তা উন্নয়ন, টেকসই কৃষির উন্নয়নের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নতীকরণসহ পাবলিক ও প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পরিবেশ, সামাজিক ও গভর্নেন্স উন্নতীকরণে সরকারের ২০৩০ সালের টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।