দেশের শিল্পখাতে বিশেষ অবদান রাখার জন্য নির্বাচিত শিল্প-প্রতিষ্ঠান/উদ্যোক্তাদের ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯’ প্রদান করেছে শিল্প মন্ত্রণালয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত শিল্প উদ্যোক্তাদের মাঝে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯’ প্রদান করা হয়। পঞ্চমবারের মতো এ পুরস্কার দিলো শিল্প মন্ত্রণালয়। বেলা সাড়ে ১১ টায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। পুরস্কার প্রাপ্ত প্রত্যেককে ১টি করে ক্রেস্ট এবং সম্মাননাপত্র প্রদান করা হলো।
‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯’ শিল্প প্রতষ্ঠানের শ্রেণিবিন্যাস অনুযায়ী ছয় ক্যাটাগরির শিল্পের জন্য ৩টি করে মোট ১৮টি শিল্প প্রতিষ্ঠান/উদ্যোক্তাকে এ পুরস্কার প্রদান করা হলো। এ বছর দু’টি ক্যাটাগরির ২টি পজিশনে যৌথভাবে দু’টি করে প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় এবং ১টি ক্যাটাগরিতে মাত্র ২টি প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় মোট ১৯টি শিল্প প্রতিষ্ঠানকে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯’ দেয়া হয়। এগুলোর মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ৪টি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ৪টি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৩টি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ৩টি, কুটির শিল্প ক্যাটাগরিতে ২টি এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে ৩টি প্রতিষ্ঠান রয়েছে।
২০১৫ সালে সবদিক বিবেচনায় সেরা ১২টি শিল্প-প্রতিষ্ঠান/শিল্প-উদ্যাক্তাকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদানের মধ্যদিয়ে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ প্রদান শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ২০১৮-’১৯ অর্থবছরের নির্বাচিত শিল্প-উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেয়া হচ্ছে।