কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিকল্প খুঁজছে সরকার: পরিকল্পনামন্ত্রী

সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিকল্প খুঁজছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে সরে আসতেই হবে। যদি না আসি, তাহলে আমরা একা হয়ে যাব। দেখা যাবে, সারা দুনিয়া এক জায়গায়, আর আমরা কিছু যন্ত্রপাতি নিয়ে বসে আছি।

মঙ্গলবার জ্বালানি খাতবিষয়ক এক ওয়েবিনারে এ কথা জানান তিনি। ‘জ্বালানি খাতে দক্ষতার সঙ্গে অর্থায়ন’ শীর্ষক ঐ ওয়েবিনার আয়োজন করে বিদ্যুৎ-জ্বালানিবিষয়ক পাক্ষিক পত্রিকা এনার্জি অ্যান্ড পাওয়ার।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিকল্পের কথা জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এরই মধ্যে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কথা জানিয়েছেন। রূপপুরের মতো আরো একটি কেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এ জন্য দেশের দক্ষিণাঞ্চলে জায়গা খোঁজা হচ্ছে। এটা পরিবেশবান্ধব হবে। এ খাতে রিটার্ন অব ইনভেস্টমেন্টও ভালো। এ ধরনের বিকল্প খোঁজা হচ্ছে, আরো খোঁজা হবে।

তিনি বলেন, কারিগরি দক্ষতার যুগ চলছে। দক্ষতা অর্জন মৌলিক বিষয়। শুধু জ্বালানি খাত নয়, সব ক্ষেত্রেই দক্ষতা অর্জনের জন্য কাজ করতে হবে।