মতলব উত্তরের জহিরাবাদ ইউপি নির্বাচন স্থগিত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: তৃতীয় ধাপে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য জহিরাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন উচ্চ আদালত। রিট পিটিশনের আদেশ সূত্রে নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

আজ ১৬ নভেম্বর মঙ্গলবার লিখিত নোটিশের মাধ্যমে নির্বাচন স্থগিতের বিষয়ে চেয়ারম্যান প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিসার মো. রিপন হোসেন।