মতলব দাঁপিয়ে বেড়াচ্ছে নৌকার বিদ্রোহী প্রার্থী সেলিম-মুক্তার

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলবের জহিরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম রেজা ও মুক্তার হোসেন মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছে। অভিযোগ রয়েছে, ক্ষমতা আর প্রভাব খাটিয়ে নৌকার সমর্থক, কর্মী এবং ভোটারদের হুমকিও দেওয়া হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা আশঙ্কা করছেন, বিদ্রোহী প্রার্থীরা এমন ভাবে মাঠে থাকলে, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের লড়াই হবে।

জানা যায়, জহিরাবাদ ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম মনু (নৌকা)। তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত চেয়ারম্যান সেলিম রেজা। দলের শক্তি কাজে লাগিয়ে তাকে সহযোগিতা করছেন ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জহিরাবাদ ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, নৌকার বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা ও মুক্তার হোসেনের নেতৃত্বে তাদের লোকজন আওয়ামী লীগ প্রার্থীর কর্মী, সমর্থক এবং সাধারণ ভোটারদের হুমকি ধামকি দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে। নৌকা প্রতীক না পাওয়ায় ক্ষুব্ধ হয়েই এমনটা করছে বলে জানিয়েছেন তারা।

জহিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল থেকে মনোনয়ন পাওয়া নৌকার প্রার্থী অ্যাডভোকেট মনেয়ারুল ইসলাম মনু বলেন, বিগত এক নির্বাচনে নৌকার প্রার্থী হিসাবে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছি আমি। এবারও দল আমাকে মনোনয়ন দিয়েছে। এ নির্বাচনেও রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেন তিনি। তিনি অভিযোগ করেন, বিদ্রোহী প্রার্থী সেলিম রেজা এবং তার ক্যাডার বাহিনীর ভয়ে ভীত সাধারণ জনগণ।

একই অভিযোগ করেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রাপ্ত ফরাজিকান্দী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার রেজাউল করিম, গজরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহীদ উল্লাহ প্রধান, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী একে এম শরিফ উল্লা সরকার, সাদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলাম কাদির মোল্লা, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাবিবা ইসলাম সিফাতসহ একাধিক প্রার্থী।