তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণে তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএস বাংলা গ্রুপের পরিচালক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর আমিন ঢালী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি বিল্লাল হোসেন সরকার, খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মির, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর আমিন ঢালী, প্রাক্তন ইউপি সদস্য গোলাম মোস্তফা, বিদ্যালয়ের শিক্ষক রফিক তালুকদার, বাতেন খন্দকার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শান্ত। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদায়ী শিক্ষার্থী সিতরাতুল মুনতাহা, ১০ম শ্রেণীর ছাত্রী নয়নমুনা আক্তার। কোরআন তেলোয়াত করেন আবু সুফিয়ান। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি আলমগীর হোসেন লোহানী। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।