মতলবে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, র‌্যালি ও কেককাটা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদল নন্দীর সভাপতিত্বে ও গোলাম মোস্তফার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লেয়াকত হোসেন প্রধান, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক উত্তম ঘোষ, আল এমরান চৌধুরী, আওয়ামী লীগ নেতা উপাদী দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ও জসিম উদ্দিন মৃধা ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, কামাল দেওয়ানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগে আহবায়ক ও যুগ্মআহবায়ক সহ দলীয় নেতা কর্মী ও দলীয় অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।