সংবাদ সারাবেলার সঙ্গে হকার্স কল্যাণ সমিতির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দের সঙ্গে রোববার দৈনিক সংবাদ সারাবেলা কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকম-লীর সভাপতি কাজী মিজানুর রহমান, বিলডেক্স মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক কাজী আবু জাফর, দৈনিক সংবাদ সারাবেলার ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মজিদ, নির্বাহী সম্পাদক কাজী হাবিবুর রহমান, মার্কেটিং প্রধান ফয়সাল আহমেদ, সার্কুলেশন ব্যবস্থাপক মো. সিরাজ উল্যাহ, মার্কেটিং ম্যানেজার মাহমুদুল ইসলাম (বাদল) এবং মিডিয়া গ্রুপের সমন্বয়ক খোরশেদ আলম।

সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ নোমান, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন মোহাম্মদ, পরিচালক ফিরোজ, পরিচালক মোঃ রুস্তম আলী, পরিচালক মোহাম্মদ দুলাল হোসেন, পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং পরিচালক মাহমুদ হুমায়ুন ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দের সঙ্গে দৈনিক সংবাদ সারাবেলা কর্তৃপক্ষের পত্রিকাটির বাজারজাতকরণরে উপায় নিয়ে পরামর্শমূলক আলোচনা হয়। এ বিষয়ে আগামীতে উভয় পক্ষ একসঙ্গে কাজ করা বিষয়ে একমত হন।