পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নে নৌকা অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে অভিযোগ উঠেছে এক স্বতন্ত্রপ্রার্থীর ও তার লোকজনের বিরুদ্ধে। রোববার রাত সাড়ে ১১ টার দিকে ওই ইউনিয়নের স্বগতা বাজারে এই ঘটনা ঘটে।
স্বতন্ত্রপ্রার্থী আজাহার আলী শেখ নির্বাচনী মাঠে নিশ্চিত পরাজয় দেখে বিএনপি জামায়াতের লোকজনকে সঙ্গে নিয়ে এ ধরনের নাশকতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় প্রশাসনের প্রতি এ নাশকতা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান তিনি।
বিষয়টি নিয়ে স্বতন্ত্রপ্রার্থী আজাহার আলী শেখের সঙ্গে কথা বলতে তার বারবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নৌকা প্রতীকের লোকজন আমাকে বিষয়টি অবহিত করার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ ঘটনাস্থল থেকে এলে বিস্তারিত জানাতে পারব বলেও জানান তিনি।