কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব-১৫। এখান থেকে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহ করা হতো বলে র্যাব জানিয়েছে। সেখানে অভিযান চালিয়ে তিনজন কারিগরকে আটক করা হয়েছে।ভোরে কুতুপালং এলাকায় পলিয়াপাড়া পাহাড়ে অভিযান চালানো হয়। আটকেরা হলেন- বাইতুল্লাহ, হাবিবুল্লাহ ও মো. হাসান।
র্যাব জানিয়েছে, সম্প্রতি গোয়েন্দা তথ্যের খবরে ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পাওয়ার পর সেখানে নজরদারি বাড়ায়। অবশেষে সেখানে র্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকারের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।
বিষয়টি স্বীকার করে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিত্যানন্দ দাস জানান, রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য গহীন পাহাড়ে একটি অস্ত্রে কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ওই তিন রোহিঙ্গা অস্ত্রের কারিগরকে আটক করা হয়েছে। তারা স্বীকার করেছেন, অস্ত্র বানিয়ে ক্যাম্পে ডাকাতদের সরবরাহ করে আসছিলেন তারা।
তিনি বলেন, তাদের স্বীকারোক্তি মতে ১০টি অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।