বিকেল থেকে চল‌ছে গণরিবহন

বাস ও পণ্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাহার করায় বিকেল থেকেই গণরিবহন চলা শুরু করেছে। এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন বিআর‌টিএ চেয়ারম‌্যান নুর মোহাম্মদ মজুমদার । বিকেলে সংবাদ স‌ম্মেল‌নে নুর মোহাম্মদ মজুমদার বলেন, দুরপাল্লার বা‌সের ভ‌াড়া প্রতি কি‌লো‌মিটা‌রে এক টাকা ৪২ পয়সা থে‌কে বে‌ড়ে এক টাকা ৮০ পয়সা নির্দারণ করা হয়েছে। মহানগ‌রে বা‌সের ভ‌াড়া এক টাকা ৭০ পয়সা থে‌কে বে‌ড়ে দুই টাকা ১৫ পয়সা করা হ‌য়ে‌ছে। আজকেই প্রজ্ঞাপন হ‌বে।

ভাড়া পুনর্নির্ধারণে রোববার পরিবহন মালিক ও বিআরটিএ কর্মকর্তাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত আসে।

এর আগে সকাল সাড়ে ১১টার পর রাজধানীর মহাখালীতে বিআরটিএ ভবনে বৈঠকটি শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। পরিবহন মালিক সংগঠনের নেতাকর্মীরা বৈঠকে উপস্থিত ছিলেন।