চট্টগ্রামে চলছে বাস, লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে বিকেলে

চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির বাস চলাচল শুরু হয়েছে। তবে আজকেও বন্ধ রয়েছে চট্টগ্রাম থেকে বিভিন্ন উপজেলা ও আন্তঃজেলা বাস চলাচল। অবশ্য বাস ও টেম্পুতে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।

সকাল থেকে চট্টগ্রামের ওয়াসা, লালখান বাজার, টাইগার পাস, কাজির দেউড়ী এলাকা ঘুরে দেখা গেছে বাস চলাচল করছে। পাশাপাশি টেম্পুসহ অন্যান্য গণপরিবহনও চলাচল করতে দেখা গেছে। বাস চলাচলের ফলে নগরবাসীর ভোগান্তি কিছুটা কমেছে। তবে আজও চট্টগ্রাম নগরীর কদমতলী ও বহদ্দারহাট বাস স্টেশন থেকে আন্তঃজেলা কোনো বাস ছেড়ে যায়নি।

এদিকে, লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার বিকেল ৩টায় মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।
জ্বালানি তেলের দাম বাড়ায় ভাড়া বৃদ্ধির দাবিতে শনিবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। এদিন সকাল থেকে ধর্মঘটের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও মালিকরা টার্মিনাল থেকে লঞ্চ অন্যত্র সরিয়ে নেন।