বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ মনে করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাদের ব্যক্তিগত সম্পত্তি। সেভাবেই তাদের সঙ্গে ‘ডিল’ করে। দুপুরে নিজ বাসভবন কালিবাড়িতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিরপেক্ষভাবে দেখলেই বোঝা যাবে এ সমস্ত ‘প্রবলেম’গুলোর পেছেনে কারা জড়িত এবং ‘বেনিফিসিয়ারি’ কারা?
হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে হামলার ব্যাপারে ফখরুল বলেন, মিঠাপুকুরে যে ঘটনা ঘটেছে সেখানে ছাত্রলীগের নেতারাই ধরা পড়েছে। কুমিল্লার যে তাণ্ডব, সেখানে এক পুরোহিত (গোবিন্দ প্রামানিক) বলেছেন আওয়ামী লীগের দলীয় গ্রুপে-গ্রুপে দ্বন্দ থেকে এই বিবাদ সৃষ্টি হয়েছে।
ওবায়দুল কাদের সঠিকভাবে বলেছেন যে তিন-চার দিন ধরে তাণ্ডব চলেছে। কেন আওয়ামী লীগ তাদের ‘প্রটেকশন’ দিতে পারলো না? আওয়ামী লীগ শুধু নয়, কেন ‘অ্যাডমিনিষ্ট্রেশন’ তাদের ‘প্রটেকশন’ দিতে পারলো না? ছয় ঘণ্টা ধরে চৌমুহনিতে তাণ্ডব চলেছে, মন্দির ভেঙ্গেছে, লুট করেছে, এই ছয় ঘণ্টা প্রশাসন কোথায় ছিল? প্রশ্ন রাখেন মির্জা ফখরুল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, ছাত্রদল সভাপতি কায়েসসহ দলীয় নেতাকর্মীরা।