কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

স্ত্রীকে হত্যার দায়ে মো. আজিজুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামি আজিজুল ইসলাম (৩৭) হচ্ছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের চরবানিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আফজাল হোসেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

অভিযোগে প্রকাশ, আসামি আজিজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী জেসমিন আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৩ সালে তারা পরস্পরকে ভালোবেসে গোপনে বিয়ে করে। বিয়ের বিষয়টি জানাজানি হলে জেসমিন আক্তারের পরিবার তাদের মেয়ের মুখের দিকে তাকিয়ে জামাই হিসেবে আজিজুল ইসলামকে মেনে নেয়। কিন্তু আজিজুলের পরিবার জেসমিনকে মেনে নিতে পারেনি।

পরে পরিবারের সদস্যদের প্ররোচণায় স্বামী আজিজুল ইসলামও জেসমিনের ওপর নির্যাতন শুরু করে। একপর্যায়ে জেসমিন সন্তান সম্ভবা হয়ে পড়লে আজিজুল স্ত্রীর উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। ২০১৪ সালের ১৮ এপ্রিল গভীর রাতে আজিজুল জেসমিন আক্তারকে পিটিয়ে হত্যা করে। পরে কুমারখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জেসমিন আক্তারের পিতা রওশন আলী মালিথা বাদী হয়ে আজিজুল ইসলামসহ তার পরিবারের ৫ জনকে এজাহারের আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। সাক্ষ্য প্রমাণ শেষে গতকাল ৩১ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। এ মামলায় মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত আসামি আজিজুল ইসলামকে পুলিশ পাহারায় কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়। জেসমিন আক্তারের স্বজনরা রায়ে সন্তোষ প্রকাশ করেন।