বিশেষ পরীক্ষা ও দ্রুত ফল প্রকাশের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা।
দুপুর ১টায় নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন সাত কলেজের শতাধিক শিক্ষার্থী। এতে মিরপুর রোডে যানচলাচল বন্ধ হয়ে গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় তাদের গণহারে ফেল করানো হয়েছে ৷ ফেল করা বিষয়ে শিক্ষার্থীরা দ্রুত বিশেষ পরীক্ষা দিতে চায় যাতে তারা চাকরির বাজারে প্রবেশ করতে পারে ৷ শিক্ষার্থীরা বলছেন, বিশেষ পরীক্ষার দাবিতে একাধিকবার নিজ কলেজের অধ্যক্ষদের কাছে দাবি জানালেও এর কোনো সমাধান পাননি তারা৷
ঢাকা কলেজের শিক্ষার্থী ইয়াসিন বলেন, আমাদের গণহারে ফেল করানো হয়েছে। আমরা বিশেষ পরীক্ষা দিয়ে চাকরির বাজারে প্রবেশ করতে চাই। আমাদের সেই সুযোগ দেয়া হচ্ছে না। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি ৷
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী প্রমা বলেন, আমরা বিশেষ পরীক্ষা দিয়ে মাস্টার্সে ভর্তি হতে চাই। আমরা চাকরির বাজারে প্রবেশ করতে চাই। অধ্যক্ষকে জানিয়েছি কেউ কোন ব্যবস্থা নিচ্ছে না। রাস্তায় নামা ছাড়া আমাদের কোন উপায় নেই৷